শিরোনাম
উচ্চগাঁ কেন্দ্রীয় জামে মসজিদ
ইতিহাস
<div><p style="text-align: justify;">চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলাধীন ৫নং সদর ইউনিয়ন পরিষদের উচ্চগাঁ গ্রামের ৮নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর জনাব আলহাজ্ব মরহুম নুরুল ইসলাম মজুমদার সাহেব নিজ নামীয় ও দখলীয় ১.০০ একর ভরাট ও নাল ভূমি উক্ত মাদ্রাসার নামে দানপত্র, দলিল সৃজন করিয়া এবং তৎসময়ের এলাকার সমাজসেবক গুনিজন ও বিদ্যোৎসাহী লোকজনদেরকে নিয়া আলোচনা ও পরামর্ক্রমে উচ্চগাঁ গ্রামে খুবই মনোরম পরিবেশে ইং সনে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। ১৯৯৪ইং সনে মাদ্রাসাটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড হতে নবম শ্রেনী খোলার অনুমতি লাভ করে। সর্বস্তরের জনগণের আশা আকাঙ্খার বাস্তব প্রতিফলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।</p></div>